Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পাটগ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করায় নৌকার প্রার্থীকে নোটিশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাটগ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করায় নৌকার প্রার্থীকে নোটিশ

June 13, 2022 10:02:32 PM  
পাটগ্রামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করায় নৌকার প্রার্থীকে নোটিশ

হাসিবুল ইসলাম, পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন পরিষদ  নির্বাচনে প্রচার-প্রচারণায় নৌকা প্রতীকের প্রার্থী রাবিউল ইসলাম মিরনের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ উঠেছে।

নৌকা মার্কার  প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবু সাঈম । নৌকার প্রার্থী রাবিউল হক মিরন নির্বাচনী প্রচারণার সময় পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও বহিরাগতদের নিয়ে মোটরসাইকেলের বহরসহ তাঁর পক্ষে মিছিল ও শোডাউন করেন। এভাবে প্রতিদিন প্রচার কাজ করছেন তিনি। স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী বিধিমালা মেনে প্রচার চালালেও তিনি বিধি লঙ্ঘন করছেন। এতে সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং অন্যান্য প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় সমান সুযোগ পাচ্ছেন না । গত শুক্রবার ওই ইউপির চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী পাঁচ স্বতন্ত্র প্রার্থী রিটার্নিং কর্মকর্তাকে নৌকার প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ দেন ।

জানা গেছে , ১৫ জুন বাউরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএমে ভোট হবে । এতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ , জাতীয় পার্টি, বিএনপিসহ সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন । এতে নৌকার প্রার্থী রাবিউল  হক মিরনের  বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন হাবিবুল হক বসুনিয়া (মোটরসাইকেল), সামসুল আলম (চশমা), আবুল কালাম আজাদ বসুনীয়া (আনারস ), আবুল হোসেন (টেলিফোন) ও আলিম আল জাকির বসুনিয়া (টেবিল ফ্যান)।

এছাড়া অন্য আরেক স্বতন্ত্র প্রার্থী হলেন রোমান উল্লাহ (ঘোড়া)। আনারস প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ বসুনিয়া  ও টেলিফোনের প্রার্থী আবুল হোসেন বলেন, স্থানীয় ইউপি নির্বাচনে যেহেতু প্রার্থী হয়েছি, সেহেতু প্রচার-প্রচারণায় সবার সমান সুযোগ নিশ্চিত করা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টদের দায়িত্ব। নৌকা প্রতীকের প্রার্থী রাবিউল হকের মোবাইল ফোনে কল করেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।

উপজেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈম জানান, বিধি লঙ্ঘনের অভিযোগ আমলে নিয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে ।