Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পাটগ্রামে ভিজিএফ ও জিআর’র চাল বিতরণ করলেন এমপি মোতাহার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাটগ্রামে ভিজিএফ ও জিআর’র চাল বিতরণ করলেন এমপি মোতাহার

July 08, 2022 05:37:31 AM  
পাটগ্রামে ভিজিএফ ও জিআর’র চাল বিতরণ করলেন এমপি মোতাহার

পাটগ্রাম প্রতিনিধি:
পাটগ্রামে ভিজিএফ ও জিআর এর চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নে দুঃস্থ- অসহায়দের মাঝে ভিজিএফ ও জিআর এর চাল বিতরণ করেন লালমনিরহাট জেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি।

এ সময় মোতাহার হোসেন এমপি বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় মানুষের পাশে আছে ভবিষ্যতেও থাকবে। আওয়ামী লীগের আমলে বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে তা বিগত কোনো সরকারের আমলে হয়নি।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নাজির হোসেন, পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ওমর ফারুক, পাটগ্রাম উপজেলা পিআইও উত্তম কুমার নন্দী, পাটগ্রাম উপজেলা প্রকৌশলী মাহবুব উল আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ।