
পাটগ্রাম সংবাদদাতা:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।বুধবার সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন এমপি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাটগ্রাম উপজেলা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হুদা রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, স্বেচ্ছাসেবক লীগের পাটগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন (লিপু)।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের পাটগ্রাম উপজেলার সকল ওয়ার্ড-ইউনিয়ন এবং পাটগ্রাম পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি এবং সম্পাদক ও আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।