Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / পাবনা জেলা প্রশাসককে হেযবুত তওহীদের স্মারকলিপি প্রদান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পাবনা জেলা প্রশাসককে হেযবুত তওহীদের স্মারকলিপি প্রদান

September 13, 2022 12:18:12 AM   নিজস্ব প্রতিনিধি
পাবনা জেলা প্রশাসককে হেযবুত তওহীদের স্মারকলিপি প্রদান

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১২/০৯/২০২২ ইং রোজ সোমবার পাবনা জেলা প্রশাসক মহোদয়কে স্মারকলিপি প্রদান করে পাবনা জেলা হেযবুত তওহীদ। স্মারকলিপিতে পাবনা জেলায় হেযবুত তওহীদ আন্দোলনের জেলা কার্যালয়ে সন্ত্রাসী হামলায় ১০ জন আহত ও ১ জনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবি জানানোসহ পাবনা জেলায় হুজুগ, গুজব রটনাকারী সন্ত্রাসী হামলার উস্কানি ও ইন্দোনদাতা চক্র এবং ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী যেন মানবতা বিধ্বংসী, নাশকতামূলক কোনপ্রকার কর্মকাণ্ড সংঘটন করতে না পারে, হেযবুত তওহীদ সদস্য সমর্থকদের জানমালের ক্ষতি করতে না পারে, সে বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের কাছে প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রত্যাশা করে পাবনা জেলা হেযবুত তাওহীদ নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, পাবনা জেলা হেযবুত তওহীদ সভাপতি মো. সেলিম শেখ, সাধারণ সম্পাদক মো. মাহতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, জেলা নারী বিষয়ক সম্পাদক সেলিনা খাতুন, রাজনৈতিক সম্পাদক নূর আসমা মিথিলা, গনমাধ্যম বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনিরসহ শতাধিক সদস্য সমর্থক শুভাকাঙ্ক্ষী। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।