
মৌলভীবাজার সংবাদদাতা:
পাবনা কার্যালয়ে বর্বোরচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বৃহস্পতিবার মানববন্ধনের আয়োজন করে জেলা হেযবুত তওহীদ। এতে মূল বক্তব্য দেন হেযবুত তওহীদের সিলেট বিভাগীয় সভাপতি মো. আলী হোসেন। আরো বক্তব্য দেন জেলা সভাপতি আবু তাহের ভূঁইয়া, সদর থানা সভাপতি জাহাঙ্গীর হোসেন। জেলা রাজনৈতিক বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম। তারা নেক্কারজনক এ হামলায় জড়িত সবাইকে গ্রেফতারের জোর দাবি জানান।
মানববন্ধনে হেযবুত তওহীদ সিলেট বিভাগীয় সভাপতি মো. আলী হোসেন বলেন, হেযবুত তওহীদ যেহেতু জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মব্যবসার বিরুদ্ধে সোচ্চার, তাই বেশকিছুদিন থেকেই আমরা উগ্রবাদী সন্ত্রাসীদের একটি হামলার ষড়যন্ত্রের আভাস পেয়েছিলাম। তারা বিভিন্ন স্থানে দীর্ঘদিন থেকে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছিল এবং অপপ্রচারমূলক মিথ্যা বক্তব্য সংবলিত হ্যান্ডবিল এলাকায় বিতরণ করা হচ্ছিল। এর প্রেক্ষিতে গত মাসেই আমরা পাবনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। প্রশাসন সাধারণ ডায়েরিটিকে আমলে নিয়ে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি৷ নিলে আজকের এই ঘটনা ঘটত না।
তিনি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে আরো বলেন, যারা যারা এ হামলা চালিয়েছে এবং যারা পেছন থেকে ইন্ধন যুগিয়েছে তাদের রাজনৈতিক পরিচয় ও ধর্মীয় সামাজিক পরিচয় যাই হোক না কেন তারা সন্ত্রাসী। কাজেই তাদেরকে বিচারের মুখোমুখী করতে হবে।