
আক্কেলপুর সংবাদদাতা, জয়পুরহাট:
পাবনায় পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলায় সুজন হত্যার প্রতিবাদে জয়পুরহাটে হেযবুত তওহীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় জয়পুরহাট পাঁচুর মোরে পৌর মার্কটের সামনে মানব বন্ধনের আয়োজন করে জয়পুরহাট জেলা হেযবুত তওহীদ।
গত ২৩ আগস্ট মঙ্গলবার অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের পাবনা জেলা কার্যালয়ের ভিতরে ঢুকে পরিকল্পিত ভাবে হামলা চালায় একদল সন্ত্রাসী।ঘটনায় সন্ত্রাসীদের আস্ত্রের আঘাতে নিহত হন হেযবুত তওহীদের কর্মী সুজন এবং আহত হন আরো দশ জন সদস্য। এই বর্বোরচিত হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধোনটি সঞ্চালনা করেন জয়পুরহাট জেলা সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ জামাল উদ্দিন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের সভাপতি, মো. মাসুদ রানা চৌধুরী, সাবেক জেলা সভাপতি মোঃ হারুন রশিদ সদ্দার, জেলা সংগঠন সম্পাদক মো. আসাদুজ্জামান মুকুল, ধর্মীয় সম্পাদক মো. আবু হাসনাত, জেলা নেত্রী মোঃ লিজা আক্তারসহ জেলা কমিটির বিভিন্ন দায়িত্বশীলরা।
মানববন্ধনে মূল বক্তব্যে জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের সভাপতি বলেন, যারা এই হামলাটি সামনে থেকে লিয়েছেন এবং যারা ইন্ধন যুগেছেন তাদের যে রাজনৈতিক পরিচয়,ধর্মীয় সামাজিক পরিচয় যাই হক না কেন তারা সস্ত্রাসী। এতএব তাদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়া হক।
শেষে জয়পুরহাটে অনুষ্ঠিত এই মানববন্ধনে আইন শৃঙ্খলা সদস্যদের সার্বিক সহযোগিতা করায় জয়পুরহাট জেলা পুলিশকে জয়পুরহাট জেলা হেযবুত তওহীদের পক্ষে ধন্যবাদ জানায় জেলা সভাপতি মোঃ মাসুদ রানা চৌধুরী ও সাবেক জেলা সভাপতি মোঃ হারুন রশিদ সদ্দার।