
তালতলী (বরগুনা) সংবাদদাতা:
বারগুনার তালতলী উপজেলার ছোট ভাইদের এলাকার মো. জব্বার হালাদারের উপর পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে হামলার অভিযোগ উঠেছে। গত সোমবার বিকাল আনুমানিক ৫টার দিকে এই ঘটনা ঘটে।
অভিযোগকারী মো. জব্বার হাওলাদার বলেন, পূর্ব শত্রুতার যের ধারে পরিকল্পিতভাবে আমার উপর হামলা চালায় মো. মন্টু (৩৫), মো. হালিম (৬৫), মোসাঃ পিয়ারা বেগম (৬০) ও মোসাঃ লাকি (৪০) এ সময় আমার উপরে এলোপাথাড়ি কিল ঘুসি লাথি এবং লাঠি দিয়ে বেধড়ক মারধর করে একপর্যায়ে। এলাকার লোকজন এসে আমাকে উদ্ধার করে উদ্ধারের পর তালতলী থানায় এসে আমি অভিযোগ করি।
তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, এব্যাপারে বাদী থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী। আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।