Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, বিয়ে-তালাক অতঃপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, বিয়ে-তালাক অতঃপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী

September 04, 2022 09:34:18 AM  
প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, বিয়ে-তালাক অতঃপর মিথ্যা মামলা দিয়ে হয়রানী

জুড়ী সংবাদদাতা:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের এসএসসি পরীক্ষার্থী এক যুবতী জুড়ী উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

শনিবার সকাল ১১টায় এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ে আসা যাওয়ার পথে জাফরনগর গ্রামের আব্দুল করিমের ছেলে সুলতান আহমদ বিভিন্ন সময় ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিত। এক পর্যায়ে সুলতানের প্রেমে সাড়া দিয়ে তাদের দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের এক পর্যায়ে মেয়েটির ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে সুলতান। এরপর বিয়ের জন্য চাপ দিলে ধূর্ত সুলতান মেয়েটির ১৮ বছর পূর্ণ হয়নি তাই কাবিননামা করা যাবে না বলে সময় ক্ষেপণ করে মেয়েটির সাথে মেলামেশা করতে থাকে। এক পর্যায়ে প্রেমের টানে প্রেমিকা সুলতানের বাড়িতে চলে আসে। তখন সুলতান মেয়েটিকে বুঝিয়ে গত ১১ আগস্ট তার বাবার বাড়িতে রেখে আসতে গেলে প্রতিবেশী গ্রামবাসীদের জেরার মুখে তাকে বিয়ে করতে রাজি হয় এবং তাৎক্ষণিকভাবে ওই দিনই স্থানীয় নিকাহ রেজিস্টার এর মাধ্যমে তাদের বিয়েটি নিবন্ধন করা হয়। এরপর সুলতানের পিতা প্রবাস থেকে এক সপ্তাহের মধ্যে দেশে আসলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে বউকে শ্বশুর বাড়িতে রেখে খুশি মনে বিদায় নেয়। এর এক সপ্তাহ পর গত ১৭ আগস্ট নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে সুলতান স্ত্রীকে তালাক দেয়।

তিনি বলেন, তিনদিন পর সুলতানের মা মমতা বেগম (৩৫) বাদী হয়ে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলী আদালতে ওই ছাত্রের পরিবার ও প্রতিবেশীর ৭ জনকে আসামি করে একটি সিআর, মামলা নং ১২০/২২ দায়ের করে।

ভুক্তভোগী ছাত্রী সংবাদ সম্মেলনে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও হয়রানি বন্ধসহ ন্যায় বিচার পাওয়ার দাবি করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।