Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে কিশোর নিহত, আহত ৫ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে কিশোর নিহত, আহত ৫

May 20, 2023 10:33:47 AM   উপজেলা প্রতিনিধি
ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে কিশোর নিহত, আহত ৫

কাউনিয়া প্রতিনিধি, রংপুর:
রংপুরের কাউনিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুইপক্ষ সংঘর্ষে আশিকুর রহমান আশিক নামে এক কিশোর নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ কিশোর। খেলা পরবর্তী শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ৮টার দিকে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আশিক উপজেলা সদরে হরিশ্বর রেল কলোনীর তফিল মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্তাছির বিল্লাহ্। তিনি জানান, শুক্রবার বিকেলে মাঠে দুইপক্ষের মধ্যকার ফুটবল খেলাকে কেন্দ্র করে রাত সাড়ে ৮টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দুইপক্ষের মধ্যে কয়েকজন আহত হন। এরমধ্যে গুরুতর আহত আশিককে রংপুর মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। আশিকের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।

ওসি জানান, এ সংঘর্ষে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে, ঘটনাস্থলে গিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় যারা দোষী তাদের গ্রেফতার করা হবে।