
ফেনী প্রতিনিধি:
ফেনীর ছাগলনাইয়ায় সুলতান আহাম্মেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ১৭০০ পরিবারের মাঝে ঈদ উপহার (শাড়ি-লুঙ্গি) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী স্কুল এন্ড কলেজ মাঠে মহামায়া ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে এ ঈদ উপহার বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে ঈদ উপহার বিতরণ উদ্বোধন করেন সুলতান আহাম্মেদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও দানবীর আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার।
বিশেষ অতিথি ছিলেন, ফাউন্ডেশনের অন্যতম সদস্য পোর্ট ল্যান্ড গ্রুপের পরিচালক এম নুরুল হোসাইন মজুমদার খোকা ও এম রবিউল হোসেন বাবু ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মিনু। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী