
ফেনী প্রতিনিধি
চলমান "ডেভিল হান্ট" অভিযানের অংশ হিসেবে ফেনী জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান মহোদয়ের সার্বক্ষণিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা মহোদয়ের তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র অফিসার-ইন-চার্জ মর্ম সিংহ ত্রিপুরার তত্ত্বাবধানে ১০ মার্চ ২০২৫ তারিখে রাত ০৯:৪৫ মিনিটে ফেনী সদর থানাধীন ফতেহপুর ফ্লাইওভার এর নিচে রেললাইনের উত্তর পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়।
এই অভিযানে ডিবির বিশেষ ২ নম্বর টিমের সদস্যরা এসআই সাঈদ নুর, এসআই শাহাবুদ্দিন, এএসআই সঞ্জয় কুমার নাথ, এএসআই সরোয়ার, কং/৭৮৯ মোশারফ, কং/৩৫৫ জাহাঙ্গীরসহ অন্যান্য সদস্যদের উপস্থিতিতে ৩ জন আসামীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন: ১. খুরশিদ আলম বাসু, হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৩ কেজি গাজা।
২. রিন্টু চন্দ্র দাস, হেফাজত থেকে উদ্ধার হয়েছে ২ কেজি গাজা। ৩. মো: জসিম, হেফাজত থেকে উদ্ধার হয়েছে ২ কেজি গাজা।
সর্বমোট ৭ কেজি গাজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে ফেনী সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।