
আসন্ন ফেনীর পরশুরাম উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক গণসংযোগ চলছে। এই নির্বাচনে আওয়ামী লীগের দুই বর্ষিয়ান নেতা দল থেকে সমর্থন পাওয়া প্রবীণ রাজনীতিবিদ সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ মজুমদার এবং আরেক প্রবীণ ও বর্ষিয়ান রাজনীতিবিদ সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ মজুমদারের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।
জানা গেছে, উপজেলাজুড়ে দুই জনই বেশ জনপ্রিয় ও গ্রহণযোগ্যতা রয়েছে জনসাধারণের মধ্যে। এরই মধ্যে আওয়ামী লীগের দলীয় সমর্থন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ মজুমদার। এর আগে দলীয় সমর্থন পাওয়ার দাবি করেছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদারও।
শুরুতে চেয়ারম্যান পদে কামাল মজুমদার দলীয় সমর্থন পেলেও তা বাতিলের জোর দাবী উঠেছিলো স্থানীয় নেতা কর্মীদের মাঝে। পরে তা দলীয় সিদ্ধান্তে প্রত্যাহার করা হয়। এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে কামাল মজুমদার নির্বাচনে অংশগ্রহণ করছেন। উপজেলা পরিষদ নির্বাচনে এরই মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।