
ফেনী জেলা পুলিশের সেবা কার্যক্রম আরও গতিশীল করতে শহরের হাসপাতাল মোড় এলাকায় স্থাপন করা হয়েছে ট্রাফিক পুলিশ বক্স।
রবিবার (১৬ ফেব্রুয়ারি ২০২৫) নতুন এই ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেন ফেনী জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার জানান, ট্রাফিক ব্যবস্থাকে ঢেলে সাজাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে হাসপাতাল মোড়ে ট্রাফিক পুলিশ বক্স স্থাপন করা হয়েছে। সড়কের শৃঙ্খলা বজায় রাখতে তিনি ফেনীবাসীর সহযোগিতা কামনা করেন।
এসময় ফেনী পৌর প্রশাসক গোলাম মো. বাতেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।