
ফেনীর সদর উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি এস্কেভেটর অকেজো করে দেওয়া হয়েছে এবং পাঁচটি ট্রাক জব্দ করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) গভীর রাত পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।
রাত ১১টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত সদর উপজেলার বালিগাঁও ও পাঁচগাছিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর মেশিন ও গণউপদ্রব সৃষ্টিকারী পাঁচটি ট্রাক জব্দ করা হয়। যেহেতু এস্কেভেটরটি আনার সুযোগ ছিল না, তাই সেটিকে সাময়িকভাবে অকেজো করে দেওয়া হয়। জব্দ করা ট্রাকগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার বলেন, ফসলি জমির মাটি কাটার বিষয়ে অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, যারা মাটি বিক্রি বা ক্রয় করে, তাদের সম্পর্কে তথ্য গোপনে প্রশাসনকে জানালে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনকারীদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি উল্লেখ করেন।