
ফেনী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে শুল্কবিহীন মোবাইলের ডিসপ্লে ও ওষুধ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ১০ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা।
চলমান "ডেভিল হান্ট" অভিযানের অংশ হিসেবে ফেনী জেলার পুলিশ সুপার হাবিবুর রহমানের সার্বক্ষণিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমার তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মর্ম সিংহ ত্রিপুরার প্রত্যক্ষ তদারকিতে অভিযান পরিচালিত হয়। ২৩ মার্চ ২০২৫ রাত ১২টা ৪৫ মিনিটে ফেনী ডিবি পুলিশের বিশেষ ২ নম্বর টিমের সদস্যরা সদর থানাধীন উত্তর বারাহীপুর হাজারী সড়কের প্রবেশমুখে অভিযান চালান।
অভিযানে এসআই শাহাবুদ্দিন, এসআই সাঈদ নুর, এএসআই সঞ্জয় কুমার নাথ, এএসআই সরোয়ার ও কনস্টেবল মোশাররফ অংশ নেন। তারা মো. রিপন (২৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। তার হেফাজত থেকে মোবাইলের বিভিন্ন মডেলের মোট ৪০০টি ডিসপ্লে ও ৫০টি হিউম্যান সিরাম অ্যালবুমিন ২০% ওষুধ উদ্ধার করা হয়। পাশাপাশি নম্বরবিহীন একটি সিএনজি উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফেনী সদর থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(বি) ধারায় মামলা (নং-৪৯, তারিখ-২৩/০৩/২০২৫) দায়ের করা হয়েছে।