Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীতে দোকানের বৈধ ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনীতে দোকানের বৈধ ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন

March 21, 2025 06:04:22 PM   জেলা প্রতিনিধি
ফেনীতে দোকানের বৈধ ভাড়াটিয়াকে উচ্ছেদের অভিযোগে সংবাদ সম্মেলন

ফেনী প্রতিনিধি:
ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের মধুপুর আলী হায়দার ভবনের বৈধ ভাড়াটিয়া এসএন এন্টারপ্রাইজ অ্যান্ড ফার্নিচার গ্যালারির স্বত্বাধিকারী মোহাম্মদ ছলিম উদ্দিনকে অবৈধভাবে উচ্ছেদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সকাল ১০টায় ফেনীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে দোকানটির স্বত্বাধিকারী মোহাম্মদ ছলিম উদ্দিন জানান, তিনি ছালেহা বেগমের কাছ থেকে চুক্তিপত্রের মাধ্যমে দোকান ঘর ভাড়া নেন। পরে ছালেহা বেগমের মৃত্যুর পর তার দুই কন্যা রওশন আরা ও রোকেয়া আক্তার রুবির সঙ্গে পুনরায় ভাড়াটিয়া চুক্তিপত্র সম্পাদন করেন।

তিনি অভিযোগ করে বলেন, নিয়মিত ভাড়া পরিশোধ করা সত্ত্বেও ২০১১ সালে দিনে-দুপুরে তার দোকান ঘর ও প্রাইভেট কার ভাংচুর করা হয়, এতে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়। চলতি বছরের গত দুই মাসে তিনবার দোকানের ফার্নিচার ভাংচুর ও লুটপাট করা হয়, যার ফলে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়। এরপর দোকানে তালা লাগিয়ে দেওয়া হয় এবং সামনে ট্রাকে করে ইট-বালু ফেলে ব্যারিকেড সৃষ্টি করা হয়।

তিনি দাবি করেন, দোকানের এডভান্সের ২ লাখ টাকা এবং ক্ষতিপূরণ বাবদ ৯০ লাখ টাকা ফেরত দিতে হবে। এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে, অথচ প্রতিপক্ষ উল্টো তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়েছে।

ছলিম উদ্দিন বলেন, "আমি নিয়মিত ভাড়া দিতে রাজি আছি, কিন্তু মূল মালিক ছালেহা বেগমের মৃত্যুর পর তার ৫০ জন নাতি এখন ভাড়া দাবি করছে। আমি কাকে ছেড়ে কাকে ভাড়া দেব? তাদের পারিবারিক বিরোধের কারণে আমি কেন ভোগান্তির শিকার হবো? আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সুবিচার কামনা করছি।"