Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীতে বিএমইউজে পক্ষ থেকে মরহুম সাংবাদিকের পরিবারকে অনুদান প্রদান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনীতে বিএমইউজে পক্ষ থেকে মরহুম সাংবাদিকের পরিবারকে অনুদান প্রদান

March 04, 2025 08:07:04 PM   জেলা প্রতিনিধি
ফেনীতে বিএমইউজে পক্ষ থেকে মরহুম সাংবাদিকের পরিবারকে অনুদান প্রদান

ফেনী প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির পক্ষ থেকে মরহুম সাংবাদিক আবুল হাসনাত রিন্টুর পরিবারকে ২৫ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১১ টায় ফেনী প্রেস ক্লাব মিলনায়তনে চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমইউজে ফেনীর প্রধান উপদেষ্টা, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, সভাপতি এম এ সাঈদ খান, সাধারণ সম্পাদক এস এম মাসুম বিল্লাহ ভূঁইয়া, কোষাধ্যক্ষ ওবায়দুল হক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আফতাব হোসেন মোমিন। এছাড়া সহযোগিতায় ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, আতিকুর রহমান রোজেন, প্রচার সম্পাদক কাজী নুরুল আলম নিলু, সহ কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন প্রমুখ।

উল্লেখ্য, মরহুম সাংবাদিক আবুল হাসনাত রিন্টু ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনী জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক লাখোকন্ঠের সাবেক জেলা প্রতিনিধি। গত ৯ ফেব্রুয়ারী শনিবার রাতে ফেনী হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪১ বছর বয়সে ইন্তেকাল করেন।

তার জন্ম ১৯৮৪ সালের ১ জানুয়ারি জেলার ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামে। তার পিতা মরহুম আবুল হাসেম এবং মাতা মনোয়ারা বেগম।