
ফেনী প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে), ফেনী জেলা কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল সাংবাদিক ও বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয়েছে।
রবিবার বিকেলে ফেনী বেস্ট ইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএমইউজে ফেনীর সভাপতি এম এ সাঈদ খান, সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এস এম মাসুম বিল্লাহ ভূঁইয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইসমাইল হোসেন। শুভ উদ্বোধন করেন স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বিএমইউজে ফেনীর প্রধান উপদেষ্টা জাফর উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ সামছুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবউল্লাহ মানিক, পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন, কানাডা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির পাটোয়ারী, ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সহ-সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া, স্বদেশ পত্র সম্পাদক এনএন জীবন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আত্তার, এবি পার্টি ফেনী জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা আক্তার মনি ও কবি মোঃ ইকবাল চৌধুরী।
অনুষ্ঠানে গজল পরিবেশন করেন সাংবাদিক জহিরুল জাহাঙ্গীর এবং কুরআন তেলাওয়াত করেন বিএমইউজে ফেনীর যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান রোজেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ ইলিয়াছ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহ-সভাপতি ইয়াসিন আরাফাত মজুমদার ও ফারুক সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন সবুজ, সহ-কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আফতাব হোসেন মোমিনসহ বিএমইউজে ফেনীর নেতৃবৃন্দ।