Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীতে বিপুল ইয়াবাসহ দুই নারী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনীতে বিপুল ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

March 08, 2025 08:17:28 PM   জেলা প্রতিনিধি
ফেনীতে বিপুল  ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

ফেনী জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ১,৪০০ পিস ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৮ মার্চ) ভোর ৪টা ৫ মিনিটে ফেনী সদর মডেল থানাধীন ফাজিলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা-মুখী লেনে একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

"ডেভিল হান্ট" অভিযানের অংশ হিসেবে ফেনী জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমার তত্ত্বাবধানে ডিবি পুলিশের বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইন চার্জ মর্ম সিংহ ত্রিপুরার প্রত্যক্ষ তদারকিতে এসআই শাহাব উদ্দিন, এসআই মোঃ নুর সোলেমান, এসআই মোহাম্মদ সাঈদ নুর, কনস্টেবল জাহাঙ্গীর আলম, মোঃ মোশারফ হোসেন ও নারী কনস্টেবল শারমিন আক্তার অভিযানে অংশ নেন।

গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ চট্টগ্রাম থেকে ঢাকা গামী শ্যামলী পরিবহন নামের একটি বাস ফেনীর ফাজিলপুর এলাকায় থামিয়ে তল্লাশি চালায়। এ সময় কক্সবাজারের দুই নারী যাত্রী—হামিদা বেগম (২৬) ও হাজেরা বেগম (৫২)—কে আটক করা হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ১,৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

আটক নারীরা স্বীকার করেছে যে, তারা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ফেনী ও ঢাকায় সরবরাহ করছিল। এসআই মোঃ নুর সোলেমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা (নং-১৪, তারিখ-৮/৩/২০২৫) দায়ের করেন।

আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং মাদক চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।