Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

February 21, 2025 01:05:45 PM   জেলা প্রতিনিধি
ফেনীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

ফেনী জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ফেনীর পক্ষ থেকে মহান অমর ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনটির নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এতে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ সাঈদ খান, মোঃ মাসুম বিল্লাহ ভূঁইয়া, আফতাব মোমিন ভূঁইয়া, কাজী নুরুল আলম নিলু, আনোয়ার হোসেন, ওমর ফারুক ভূঁইয়া, মহি উদ্দিন মহি, জাফর ঈমাম রতন, আবদুল কাইয়ুম নিশান প্রমুখ।

এর আগে রাত ১২টা ১ মিনিটে ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপারসহ সরকারি পদস্থ কর্মকর্তারা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সর্বস্তরের জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।