Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৫ মার্চ গণহত্যা দিবস - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৫ মার্চ গণহত্যা দিবস

March 25, 2025 07:34:09 PM   জেলা প্রতিনিধি
ফেনীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ২৫ মার্চ গণহত্যা দিবস

ফেনীতে "২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৫" যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটির শুরুতে ফেনী সরকারি কলেজ বধ্যভূমিতে জেলা প্রশাসন, ফেনীর পক্ষ থেকে ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর নির্মম হত্যাযজ্ঞে শহিদদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা ২৫ মার্চের ভয়াল কালরাতের স্মৃতিচারণ করে শহিদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির দাবির বিষয়ে আলোচনা করেন।

ফেনী জেলা প্রশাসক শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীরদের অবদান চিরস্মরণীয় রাখতে নতুন প্রজন্মকে ইতিহাস জানার আহ্বান জানান।