Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ফেনীতে সুজনের মানববন্ধন: অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নয়নের দাবি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

ফেনীতে সুজনের মানববন্ধন: অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নয়নের দাবি

March 02, 2025 11:51:53 PM   জেলা প্রতিনিধি
ফেনীতে সুজনের মানববন্ধন: অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নয়নের দাবি

ফেনী প্রতিনিধি:
অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে ফেনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) ফেনী জেলা কমিটির উদ্যোগে রবিবার (২ মার্চ) দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন। জেলা কমিটির যুগ্ম-সম্পাদক মোরশেদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা কমিটির নির্বাহী সদস্য ও ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব ডা. তবারক উল্যাহ চৌধুরী বায়েজীদ, অতিরিক্ত জিপি মেজবাহ উদ্দিন চৌধুরী মোরশেদ, দাগনভূঞা উপজেলা সভাপতি সাংবাদিক আবু তাহের, সদর উপজেলা সভাপতি অধ্যক্ষ এম. মামুনুর রশিদ ও সাধারণ সম্পাদক সাংবাদিক আলী হায়দার মানিক, পৌর কমিটির সাধারণ সম্পাদক ইমন উল হক, ছাগলনাইয়া উপজেলা সভাপতি কামরুল হাসান লিটন, ফুলগাজী উপজেলা সভাপতি কবির আহমেদ নাছির, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহিউদ্দিন খোন্দকার, এডভোকেট কামরুজ্জামান প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন, জেলা কমিটির কোষাধ্যক্ষ খোরশেদ আলম বাবলু, সোনাগাজী উপজেলা সভাপতি সাংবাদিক শেখ আবদুল হান্নান, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম, সদর উপজেলা কমিটির যুগ্ম-সম্পাদক সাংবাদিক নুর উল্যাহ কায়সার, প্রচার সম্পাদক আজিজ আল ফয়সাল, দপ্তর সম্পাদক আবরার হোসেন চৌধুরী সহ সুজনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।

এই মানববন্ধনে বক্তারা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।