
ফেনীর দাগনভূঞা উপজেলার বেকেরবাজার এলাকায় ফেনী-নোয়াখালী মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে ফেনী থেকে নোয়াখালী কোম্পানীগঞ্জ যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ফেনী থেকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে কোম্পানীগঞ্জ যাচ্ছিলেন তিন যুবক। পথে মহাসড়কের পাশে পড়ে থাকা স’মিলের গাছের সঙ্গে তাদের মোটরসাইকেল ধাক্কা খেলে দুজন ছিটকে সড়কের ওপর পড়ে যান। এ সময় একটি বড় গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত অপরজনকে স্থানীয়রা ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের মনোরঞ্জনের ছেলে দেবু (২৩), একই গ্রামের বিন্দা ঘোষের ছেলে অন্তর ঘোষ এবং বেগমগঞ্জ উপজেলার আলীপুর গ্রামের সৌরভ গাম্বনী (২২)।
মহিপাল হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।