
আনোয়ার হোসেন:
ফেনীতে নাশকতা ও ভাঙচুরের দায়ের করা মামলায় বিএনপি-জামায়াতের ৮০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এপর্যন্ত ফেনীর ৬ থানায় দায়ের করা ১২ টি মামলায় আটকৃতদের জেল হাজতে পেরন করা হয়েছে।
পুলিশ জানায়, গত কয়েকদিন নাশকতা ও ভাঙচুরের ঘটনায় ফেনীর জেলা মডেল থানা সহ বাকী ৫ টি থানায় মোট ১২ টি মামলা দায়ের করা হয়। মডেল থানার ওসি শহিদুল ইসলাম বলেন নতুন করে বিস্ফোরক ও নাশকতা আরো ৩ টি মামলা দায়ের করা হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে এসব মামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
এদিকে জেলা পুলিশ সুপার জাকির হাসান সতর্ক করে বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব কিছু করতে আমরা প্রস্তুত। মহাসড়কের নাশকতা করলে কাউকে ছাড় দেয়া হবে না।