Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীর পরশুরামে শিশু বলাৎকার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনীর পরশুরামে শিশু বলাৎকার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

May 15, 2023 05:30:58 PM   জেলা প্রতিনিধি
ফেনীর পরশুরামে শিশু বলাৎকার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

এইচএম আনোয়ার:
ফেনীর পরশুরামে শিশু বলাৎকার অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে ১২ বৎসরের শিশুকে বলাৎকারের অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক ফিরোজ আলম (৩৬)কে গ্রেফতার করে পুলিশ।  পরে আদালতে নেওয়া হলে বিচারক  জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

নির্যাতিত শিশুটির মা বলেন, তার ছেলে ওই মাদ্রাসার কোরআন শরীফ হেফজ বিভাগের ছাত্র ছিলেন সে ২০ পারা  কোরআন শরীফ মুখস্ত করে। বাকি ছিল ১০ পারা। এরই মাঝে শিশুটি বাড়িতে আসলে পুনরায় মাদ্রাসা যেতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে শিশুটি জানায় তাকে ঐ শিক্ষক গত একমাস যাবত  নিজ কক্ষে নিয়ে গিয়ে তার উপর যৌন  নির্যাতন চালাতো এবং কাউকে বললে মার ধরের ভয় দেখাতো। পরে শিশুটির মা ও এলাকাবাসী স্থানীয় বক্স মাহমুদ  ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর ভূঁইয়াকে পুরো ঘটনাটি জানালে সাথে সাথে তিনি পরশুরাম থানা পুলিশ ইনচার্জকে ঘটনাটি অবহিত করেন, পরে পুলিশ ঐ শিক্ষক ফিরোজ আলমকে গ্রেফতার করেন।

পরশুরাম থানা ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে আসামিকে রোববার আদালতের তোলা হয়।