Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ফরিদপুর-সালথা সড়কে আগামীকাল থেকে বাস চলাচল: জানালো আন্দোলনকারিরা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফরিদপুর-সালথা সড়কে আগামীকাল থেকে বাস চলাচল: জানালো আন্দোলনকারিরা

March 11, 2025 10:46:28 PM   উপজেলা প্রতিনিধি
ফরিদপুর-সালথা সড়কে আগামীকাল থেকে বাস চলাচল: জানালো আন্দোলনকারিরা

ফরিদপুর থেকে সালথা রুটে আগামীকাল (১২ মার্চ) থেকে পুনরায় বাস চলাচল করবে, এমনটি জানিয়েছে আন্দোলনকারিরা। মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদ চত্বরে সংবাদ সম্মেলনে তারা এই তথ্য জানান।

সম্প্রতি সালথা ফরিদপুর রুটে দ্রতগামী মাহিন্দ্র গাড়ি দুর্ঘটনায় একজন শিক্ষক এবং একজন কৃষক মারা যান, যার পর স্থানীয়রা মাহিন্দ্র গাড়ি বন্ধে আন্দোলনে নামে।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারিরা বলেন, গত ২৪ ফেব্রুয়ারি মাহিন্দ্র গাড়ি দুর্ঘটনায় শিক্ষিকা আসমা বেগমের মৃত্যু হয়। এরপর ছাত্র-জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। সেই সময় উপজেলা নির্বাহী অফিসার এবং ওসি মহোদয় তাদের কথা শোনেন এবং একটি স্মারকলিপি জমা নেওয়া হয়। গত সোমবার একজন কৃষকের মৃত্যু হলে আবারও আন্দোলন করা হয়। আন্দোলনকারিরা বলেন, তাদের দাবির পরিপ্রেক্ষিতে সালথা ফরিদপুর রুটে আগামীকাল থেকে পুনরায় বাস চলাচল শুরু হবে।

তারা জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, ওসি, বাস মালিক সমিতি এবং অন্যান্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, "সময় থেকে জীবনের মূল্য অনেক বেশি।"

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হাসান, মোঃ পারভেজ হাসান, মোঃ বাহাউদ্দীন, সাকিব হাসান, মোঃ রুবায়েত ইসলাম, মোঃ কাইকুবাত ইসলাম, আনিচুর রহমান সজল এবং শিক্ষকরা, মোঃ রবিউল আলম, কাউছার তালুকদার, সঞ্জয় কর, ফয়জুল্লাহ আল আজাদ, হুমায়ুন কবির প্রমুখ।

এর আগে, মঙ্গলবার (১১ মার্চ) সকালে ফরিদপুর থেকে সালথা মাহিন্দ্র গাড়ি বন্ধ এবং পুনরায় বাস চলাচলের দাবিতে স্থানীয়রা মানববন্ধন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পরে সালথা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বালী, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আতাউর রহমান এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক খায়রুল বাসার আজাদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।