
নরসিংদী প্রতিনিধি:
ফিলিস্তিনসহ মুসলিম বিশ্বের উপর চলমান বর্বরোচিত হামলার প্রতিবাদে গণসংযোগ কর্মসূচি পালন করেছে হেযবুত তওহীদ। গত ৯ মে, শুক্রবার সকালে মাধবদী থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণসংযোগটি পাঁচদোনা বাজার থেকে শুরু হয়ে পাঁচদোনা মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। এতে অংশগ্রহণ করেন নরসিংদী জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্য দেন হেযবুত তওহীদের নারায়ণগঞ্জ অঞ্চলের সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলজার হোসাইন, মাধবদী থানার সভাপতি মোকসেদ আলী, সদর থানার সভাপতি মো. আবুল হোসেন, জেলা নারী সম্পাদিকা সালমা আক্তার হাফসা প্রমুখ।
বক্তারা বলেন, "ফিলিস্তিনে যেভাবে নির্বিচারে হামলা ও হত্যাযজ্ঞ চলছে, তা মানবতাবিরোধী অপরাধ। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে এসব অন্যায়ের প্রতিবাদ করতে হবে।"
তারা আরও বলেন, “আমরা শান্তিপূর্ণ উপায়ে জনগণকে সচেতন করতে চাই এবং মানবতার পক্ষে হেযবুত তওহীদের অবস্থান তুলে ধরতে চাই।”