
শামীম হোসেন:
স্ত্রী সায়মাকে নিয়ে ইকো পার্কে ঘুরতে নিয়ে খুন করেছেন দলিল লেখক আলী ইমাম খান অনু। স্থানীয় ইকোপার্কে সোমবার বেলা ১০টার দিকে এই নৃশংস ঘটনায় অনুতপ্ত ছাত্রলীগ নেতা নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন। পুলিশ তার স্ত্রীর লাশ উদ্ধার হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আত্মসমর্পণকারী অনু জানায়, আজ সোমবার বেলা ১০ টার দিকে অভিভাবকদের না জানিয়ে বিয়ে করা আলী ইমাম তার কথিত স্ত্রীকে ঝালকাঠি শহরের ইকোপার্কে ঘুরতে নিয়ে যায়। সেখানে একপর্যায়ে তিনি ধারালো ছুরি দিয়ে স্ত্রীর বুকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার স্ত্রী প্রাণ হারান। নিহত সায়মা সদর উপজেলার নৈকাঠি গ্রামের শাহাদাতের মেয়ে এবং আলি ইমাম অনু রামনগর এলাকার নান্না মুহুরির ছেলে।
এই নৃশংসতার বিষয়টি ছাত্রলীগ নেতা নিজের ফেসবুক পোস্টে তুলে ধরেন এবং পরবর্তীতে অনুতপ্ত হয়ে থানায় গিয়ে হাজির হয়ে স্ত্রীকে খুনের দায় স্বীকার করে নিজেকে গ্রেপ্তারের আর্জি ধরেন।
ঝালকাঠি সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মহিতুল সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। পরকীয়ায় আসক্তের অভিযোগে তাকে হত্যা করেছে কথিত স্বামী অনু।