Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / 'বি' ইউনিটের ভর্তিচ্ছুদের সহযোগিতায় কুবির বিএনসিসি ও রোভার স্কাউট - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

'বি' ইউনিটের ভর্তিচ্ছুদের সহযোগিতায় কুবির বিএনসিসি ও রোভার স্কাউট

April 25, 2025 08:11:45 PM   অনলাইন ডেস্ক
'বি' ইউনিটের ভর্তিচ্ছুদের সহযোগিতায় কুবির বিএনসিসি ও রোভার স্কাউট

কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের সহযোগিতায় নিরলস কাজ করেছে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এবং রোভার স্কাউট সদস্যরা।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪ টা থেকে ৫ টা পর্যন্ত 'বি' ইউনিটের ( কলা ও সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষাকে ঘিরে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যানজট নিরসন, পরীক্ষার্থীদের কেন্দ্র দেখিয়ে দেওয়াসহ সার্বিক সহযোগিতায় কাজ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও রোভার স্কাউট সদস্যরা।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের সিইউও মোঃ তালহা জুবায়ের বলেন, 'আমরা বিএনসিসি ক্যাডেটরা প্রতিবছর পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সার্বিক সহযোগিতা করে আসছে। প্রতি বছর ক্যাডেটরা ট্রাফিক নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। তারই ধারাবাহিকতায় গত ১৯ তারিখ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের 'এ' ও 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষায় এবং আজ 'বি' ইউনিটে কুমিল্লা শহর ও ক্যাম্পাসের ২১টি কেন্দ্রে মোট ১০০ জন বিএনসিসি ক্যাডেট দায়িত্ব পালন করেছে। তারা সুষ্ঠুভাবে ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য সহায়ক কার্যক্রমে অংশগ্রহণ করেছে।'

তিনি আরও বলেন, 'বিএনসিসি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুন যেকোনো ধরনের সেবামূলক কার্যক্রমে সবসময় প্রস্তুত। আগামীতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।'

কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট মোহাম্মদ বাবুল মিয়া বলেন, ' কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিজস্ব পদ্ধতিতে নেয়া ভর্তি পরীক্ষার আজকে দ্বিতীয় ধাপের পরীক্ষা শেষ হলো। বি ইউনিটে ২১ টি কেন্দ্রে রোভার স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করেছেন।  শিক্ষার্থীদের সহযোগিতায় রোভার স্কাউট গ্রুপের শতাধিক রোভার নিরলসভাবে কাজ করে পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণে সহযোগিতা করেছে। রোভাররা আইন-শৃঙ্খলা রক্ষা, ট্রাফিক নিয়ন্ত্রণসহ সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।'

তিনি আরও বলেন, 'আমরা সর্বদা সেবাদানে প্রস্তুত। কারণ, সেবাই আমাদের মূল ব্রত। ভবিষ্যতেও আমরা এভাবে আন্তরিকভাবে কাজ করে যাব।'