Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / বই উৎসবে সালথায় ৩০ হাজার শিক্ষার্থী পেল নতুন বই - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বই উৎসবে সালথায় ৩০ হাজার শিক্ষার্থী পেল নতুন বই

January 01, 2024 05:33:50 PM   দেশজুড়ে ডেস্ক
বই উৎসবে সালথায় ৩০ হাজার শিক্ষার্থী পেল নতুন বই

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
সারাদেশের সাথে ফরিদপুরের সালথায় পালন করা হয় বই উৎসব। এই বই উৎসবে উপজেলার প্রাথমিক পর্যায়ের  ৯৫ টি এবং মাধ্যমিক পর্যায়ে ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩০ হাজার শিক্ষার্থী নতুন বই হাতে পেয়েছে। বছরের প্রথম দিনে বিনামূল্যে নতুন বই পেয়ে খুশিতে আত্মহারা শিক্ষার্থীরা। এর আগে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে পৌছে যায় নতুন বই।

উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, নতুন বছর উপলক্ষ্যে প্রতি বছরের মত এবছরও উপজেলা প্রশাসন, শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বছর শুরু হওয়ার আগেই পৌছে দেওয়া হয় নতুন বই। এবছর উপজেলার ৭৬ প্রাথমিক বিদ্যালয় ও ১৯ কিন্ডারগার্টেনের ১৩ হাজার ৬০০ এবং মাধ্যমিক পর্যায়ে ১৫টি মাধ্যমিক বিদ্যালয়, ৭টি আলিয়া মাদ্রাসা ও ৪টি এবতেদায়ী মাদ্রাসায় ১৬ হাজারের বেশি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

বছরের প্রথম দিন সোমবার সকালে সালথা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনজুমান আরা খানমের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর নূর আলম মিয়া, বিদ্যালয়ের সভাপতি ফজলে রাব্বি, বিদ্যালয়ের জমিদাতা সদস্য শিরিন মহল চৌধুরী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক একে,এম শরিফুল ইসলাম, আতিয়া পারভীন, লক্ষী রাণী সরকার, তাসলিমা পারভীন, হেমামনি, সুনিতা মন্ডল, রোজিনা আক্তার, শিউলি রানী প্রমুখ। এছাড়াও অভিভাবকবৃন্দসহ অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ জাহিদুর রহমান।