Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বাউফলে এক হাজার মানুষকে ফ্রী চিকিৎসা সেবা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাউফলে এক হাজার মানুষকে ফ্রী চিকিৎসা সেবা

March 18, 2023 10:58:04 PM   দেশজুড়ে ডেস্ক
বাউফলে এক হাজার মানুষকে ফ্রী চিকিৎসা সেবা

বাউফল প্রতিনিধি, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফলে হতদরিদ্র ও অসহায় ১ হাজার মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা হাসিব আলম তালুকদার।

শনিবার সকাল ১০টায় বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বগা বন্দরের ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজে বসে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। ৭ টি বুথের মাধ্যমে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের ১০  জন্য চিকিৎসক এ সেবা প্রদান করেন। ফ্রি চিকিৎসা পেয়ে হাসি ফুটেছে গ্রামীন হতদরিদ্র মানুষের মুখে।

এর আগেও হাসিব আলম তালুকদার বাউফলে স্কুল, কলেজ নির্মান সহ ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন। উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন হাসিব আলম তালুকদার।