Date: May 18, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বাউফলে চাচার হাতে ভাতিজা খুন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাউফলে চাচার হাতে ভাতিজা খুন

September 03, 2023 08:10:27 PM   উপজেলা প্রতিনিধি
বাউফলে চাচার হাতে ভাতিজা খুন

বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে জমি-জমা নিয়ে বিরোধের জেরে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। নিহতের নাম মোঃ আলামিন মৃধা (৩৫)।আলামিন উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড দক্ষিণ মাধবপুর গ্রামের মোঃ শানু মৃধার ছেলে।

শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের হাতেম মৃধার বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন শনিবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আলামিন মিলঘর বাজার থেকে বাড়ী যাওয়ার উদ্দেশে রওয়ানা দিয়ে হাতেম মৃধার বাড়ীর সামনে পৌঁছালে তার (আলামিন) পথ গতিরোধ করে কয়েকজন যুবক আলামিনকে এলোপাতাড়ি ভাবে চাকু দিয়ে আহত করে। পরে আলামিনের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি জমিজমা নিয়ে বিরোধের কারণে  চাচা মোতালেব মৃধা ও চাচাতো ভাই মোঃ জাফরের নেতৃত্বে তাকে (আলামিন) কুপিয়ে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।