
বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে ৭০ বছর আগে ক্রয়কৃত ভোগদখল জমিতে জোরপূর্বক দখলের পায়তারা চালিয়ে দোকান নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। একই গ্রামের বাসিন্দা আবুল হাওলাদার (৭০), নুর হাওলাদার (৭৫), মোশাররফ হাং (৩০), বশার হাওলাদার (২৭) সহ আরো ৩-৪ জনের বিরুদ্ধে। উপজেলার বগা ইউপির ৬ নং ওয়ার্ড রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শামসুন্নাহার সুলতানা (৫৭) বাদী হয়ে বগা পুলিশ তদন্ত কেন্দ্র উপযুক্ত ডকুমেন্টস নিয়ে আইনের সহায়তা চেয়ে লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে যানা যায়, শামসুন্নাহার সুলতানার বাবা মৃত জয়নাল আবেদিন হাওলাদার প্রায় ৭০ বছর পূর্বে থেকে অভিযুক্ত আবুল হাওলাদার এর পিতা মৃত আকুব আলী হাওলাদার এর কাছ থেকে উল্লেখিত রাজনগর মৌজার উক্ত জমি ক্রয় করেন। ভুক্তভোগী শামসুন্নাহার সুলতানার বাবার জীবিত থেকেই ওই জমি এ পর্যন্ত ভোগদখল করে আসছে। পরে তাঁর (শামসুন্নাহার সুলতানা)'র বাবার মৃত্যুর পরে তাঁর ভাইয়ের অসুস্থতা ও অক্ষমতার সুযোগ নিয়ে প্রতিপক্ষরা ওই জমি জোরপূর্বক দখলের পায়তারা চালিয়ে সেখানে দোকানঘর নির্মাণ কাজ শুরু করে। এর আগের দিন অর্থাৎ বুধবার গভীর রাতে দলবদ্ধ ভাবে মাটি কেটে দোকানের ভিটে তৈরি করে। এ ঘটনায় শামসুন্নাহার সুলতানা নিরুপায় হয়ে স্থানীয় শালিসগনদের নিকট কাগজপত্র নিয়ে বিষয়টি অবগত করেন। কিন্তু স্থানীয় শালিসি চলমান থাকা সত্ত্বেও অভিযুক্তরা কাউকে তোয়াক্কা না করে সেখানে জোরপূর্বক জমি দখলের মাধ্যমে দোকানঘর নির্মান কাজ চালাচ্ছে।
এ বিষয় অভিযুক্ত আবুল হাওলাদার বলেন, আমরা কাউকে হুমকি দামকি দেই নাই। আমরা আমাদের পৈত্রিক রেকর্ড সম্পত্তির উপর দোকানঘর নির্মান করতেছি।এছাড়াও তাঁদের সাথে আমাদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবত ঝামেলা চলছে।
বগা পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ বাদল শীল বলেন, ভুক্তভোগী শামসুন্নাহার সুলতানা লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সুত্রে ঘটনাস্থলে গিয়ে আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে।দুপক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা বিরোধ চলছে।চেষ্টা করিতেছি দু’পক্ষের মধ্যে সমাধান করার।