Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বাউফলে দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলার অভিযোগ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাউফলে দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলার অভিযোগ!

May 07, 2023 09:20:46 PM   উপজেলা প্রতিনিধি
বাউফলে দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলার অভিযোগ!

জাবের হোসেন:
পটুয়াখালীর বাউফলে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের দুই গ্রুপ ও পুলিশের ত্রি-মুখী সংঘর্ষ ঘটনায় আহত আবুল হোসেন নামক জনৈক ব্যক্তি পটুয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে মামলা দায়ের করেন। আবুল হোসেন হাওলাদার বাউফল উপজেলার কালিশুরি ইউনিয়নের শিবপুরের মৃত আবুল কাশেমের সন্তান। তিনি সাংসদ আ স ম ফিরোজ এর অনুসারী। মামলায় ৩৫ জনকে আসামি করা হয়।

অভিযোগ উঠেছে, ওই মামলায় প্রেসক্লাব বাউফল এর সহ-সভাপতি ও দৈনিক দেশবার্তার স্টাফ রিপোর্টার  মো. ফিরোজ আলম এবং সাংগঠনিক সম্পাদক ও দৈনিক একুশের বাণী পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি লিংকন মাহমুদকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

প্রেসক্লাব বাউফল এর সহ-সভাপতি  সাংবাদিক ফিরোজ আলম বলেন, আমি রাজনৈতিক হয়রানির শিকার, বঙ্গবন্ধুর জন্মদিনে সংঘর্ষ স্থলের ভিডিও ফুটেজ রয়েছে যা সাংবাদিক এবং প্রশাসনের কাছে রয়েছে। আমি মিথ্যা মামলা থেকে মুক্তি চাই।

তিনি আরো বলেন, উপজেলা পরিষদের সামনে বঙ্গবন্ধুর জন্মদিনে সার্বক্ষণিকভাবে আমি সাংবাদিকতার দায়িত্ব পালন করেছি। আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।

সাংগঠনিক সম্পাদক সাংবাদিক লিংকন মাহমুদ বলেন, ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। সাংবাদিকতা দায়িত্ব পালন করতে গেলে যদি মিথ্যা মামলায় পড়তে হয় এর চেয়ে লজ্জার আর কিছু থাকে না। অবিলম্বে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।

সাংবাদিকদের মিথ্যা মামলা দেওয়ায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে প্রেসক্লাব বাউফলের সকল সাংবাদিকবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন সর্বস্তরের সাংবাদিক মহল।