
বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে দূর্বৃত্তদের দেওয়া আগুনে দৈনিক খবর বাংলাদেশ পত্রিকা ও সাপ্তাহিক অপরাধ তালাশের পটুয়াখালী জেলা প্রতিনিধি সাংবাদিক শেখ এম জাফরান হারুন এর ওয়ালটন এক্সপ্লোর ডাবল ডিক্স ১৪০ প্লাস সিসি বাইক পুড়ে ছাই হয়ে গেছে।
রোববার (১২ই ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম-উওর পাশে মিরাজের বাসার সামনে এঘটনা ঘটে। সাংবাদিক এম জাফরান হারুন বরিশাল বিভাগীয় সাংবাদিক কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও প্রেসক্লাব বাউফল এর সহ-সভাপতি পদে দায়িত্বে রয়েছেন।
এ ব্যাপারে সাংবাদিক শেখ এম জাফরান হারুন সাংবাদিকদের জানান, প্রতিদিনের ন্যায় রোববার রাত ৯টার দিকে মিরাজের বাসার সামনে তথা আমার বাসার সামনে পার্কিং করে গাড়ি কভার দিয়ে ঢেকে রাখি। এবং খাওয়া দাওয়া শেষে শুয়ে মোবাইল ফোন চালাচ্ছি এমন সময় পোড়া গন্ধ পেয়ে জানালার কাছে আসতেই দেখতে পাই বাইরে আগুনের ফলকি বের হচ্ছে। দ্রুত বাইরে বের হয়ে দেখতে পাই আমার মোটরবাইকটি দাউদাউ করে আগুন জ্বলছে। পরে ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আমি আশঙ্কা করছি অন্যায় দুর্নীতির বিরুদ্ধে লেখালেখির কারণে এই শত্রুতা করা হয়েছে।
প্রেসক্লাব বাউফল এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত আইনি ব্যবস্থার গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
বাউফল প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিরুল ইসলাম বলেন, এটা একটা নেক্কার জনক ঘটনা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।
এ বিষয়ে জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আ,স,ম ফিরোজ এমপি বলেন, সাংবাদিকের গাড়ি পোড়ানো এমন ঘটনা এবং কালাইয়া ইউনিয়নে এমন ঘটনা নেক্কারজনক, হৃদয়বিদারক। যা কখনোই আশা করিনা। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এ ঘটনায় উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র সহ সুশীল সমাজ তীব্র নিন্দা সহ প্রতিবাদ জানিয়েছেন।
বাউফল সার্কেল এসপি সাহেদ আহমেদ চৌধুরী বলেন, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে প্রকাশ্য ও গোপনে তদন্ত চলছে।