
বাউফল উপজেলা প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে পাঙ্গাশ মাছের পোনা টমটম যোগে বহন করে নিয়ে যাওয়ার সময় সুধান হাওলাদার (৫৫) নামে এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করেছে নৌ পুলিশ।
শনিবার (৪ ফেব্রুয়ারী) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলা মৎস অফিস ও কালাইয়া নৌ পুলিশের যৌথ অভিযানে কালাইয়া বাজার সংলগ্ন টেম্পুষ্টান্ড এলাকা থেকে ওই ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ২৮০ কেজি পাঙ্গাশের পোনা।
আটককৃত সুধান হাওলাদার বরগুনা জেলার আমতলি উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের শাখারিয়া গ্রামের সুরেন হাওলাদারের ছেলে।
উল্লেখ্য মৎস্য আইন অনুসারে দেশে ১২ ইঞ্চির নীচে (৩০ সেন্টিমিটার) পাঙ্গাস ধরা নিষিদ্ধ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গলাচিপার পানপট্রি এলাকা থেকে টমটম যোগে কালাইয়া বাজারের উদ্দেশ্যে পাঙ্গাস মাছ নিয়ে আসছে এক ব্যবসায়ী -এমন গোপন সূত্রে খবর পেয়ে উপজেলা মৎস অফিস ও কালাইয়া নৌ পুলিশের একটি দল দশমিনা-বাউফল মহাসড়কে শনিবার ভোরে অভিযান চালিয়ে ওই মাছ সহ ওই মাছ ব্যবসায়ীকে আটক করা হয়।
কালাইয়া নৌপুলিশ ফাড়ির ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, আটক মাছ ব্যবসায়ী সুধান হাওলাদারকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দ মাছ গুলো আদালতের অনুমতিক্রমে স্থানীয় এতিখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহবুব আলম তালুকদার বলেন, এ ধরনের অভিযান আমাদের অব্যাহত থাকবে।