Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বাউফলে পানির জন্য শতাধিক কৃষকের হাহাকার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাউফলে পানির জন্য শতাধিক কৃষকের হাহাকার

February 06, 2023 03:14:46 AM   দেশজুড়ে ডেস্ক
বাউফলে পানির জন্য শতাধিক কৃষকের হাহাকার

বাউফল প্রতিনিধি, পটুয়াখালী:
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামের শতাধিক কৃষক পানির জন্য হাহাকার করছেন। রবিবার সরেজমিনে ওই গ্রামে গিয়ে জানা যায়, সম্প্রতি বটকাজল গ্রামে প্রায় ৫০০ একর জমিতে ইরি ধানের চাষ করা হয়েছে। দীর্ঘদিন থেকে কতিপয় প্রভাবশালী বগা, কাশিপুর ও মহিষাদি এলাকার ৩টি সুইস গেইট নিয়ন্ত্রণ করায় ওই গ্রামে পানির সংকট দেখা দেয়। পানি না থাকায় নওমালা-বগা খাল শুকিয়ে গেছে। ফলে ইরি ধানের ক্ষেত ফেটে চৌচির হয়ে গেছে।

নওমালা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার জালাল আকন বলেন, কয়েক বছর আগে এলজিইডির অর্থায়নে জনগুরুত্বপূর্ণ নওমালা-বগা খালটি খনন করা হয়। কিন্তু প্রভাবশালীরা ৩টি স্লইস গেইট নিয়ন্ত্রণ করায় খালটিতে পানির প্রবাহ নেই। ফলে নওমালা, বগা ও দাশপাড়া ইউনিয়নের কয়েক হাজার মানুষ সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে ফসল চাষাবাদের ক্ষেত্রে কৃষকদের মাঝে হাহাকার বিরাজ করে। চলতি মৌসুমে বটকাজল গ্রামে ৫০০ একর জমিতে ইরি ধানের চাষ করা হয়েছে। পানি না থাকায় মাঠ ফেটে চৌচির হয়ে গেছে।

স্থানীয় কৃষক মিজান মৃধা, মিলন হাওলাদার, আলাউদ্দিন আকন ও রুহুল আমিন হাওলাদার বলেন, ইরি ধানের বীজ রোপণের পর ক্ষেতে প্রচুর পরিমাণ পানির প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে বটকাজল গ্রামের খালে পানি না থাকায় কৃষকরা মহাবিপাকে পড়েছেন।

কৃষকদের সুবিধার জন্য অবিলম্বে ৩টি সুইস গেইট খুলে দেয়ার দাবি জানিয়ে নওমালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এড. কামাল হোসেন বিশ্বাস বলেন, সুইস গেইট নিয়ন্ত্রণ করে মাছ শিকার করছেন কয়েকজন প্রভাবশালী, আমি বিষয়টি কৃষি কর্মকর্তাকে জানিয়েছি।

সাবেক মেম্বার জালাল আকন আরো জানান, আমার প্রচেষ্টায় ও বগা ইউনিয়ন চেয়ারম্যানের সহযোগিতায় শিকল কিনে সুইস গেইট খুলে দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বাউফলের কৃষি কর্মকর্তা শওকত হোসেন বলেন, কৃষকদের সুবিধার জন্য কৃষকদের সহযোগিতায় খালের বাঁধ কেটে দেওয়া হয়। বর্গা সুইস গেইট নষ্ট থাকায় সেটা পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ড মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।