Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বাউফলে পুলিশের মামলায় গ্রেফতার আতংক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাউফলে পুলিশের মামলায় গ্রেফতার আতংক

March 21, 2023 08:26:46 PM   দেশজুড়ে ডেস্ক
বাউফলে পুলিশের মামলায় গ্রেফতার আতংক

বাউফল প্রতিনিধি:
১৭ মার্চ বঙ্গবন্ধুর জম্মবার্ষিকীর অনুষ্ঠানে দুই পক্ষের সংর্ঘষের ঘটনায় গ্রেফতার আংতকে পালিয়ে বেড়াচ্ছেন পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদারের অনুসারি নেতাকর্মীরা। ওই ঘটনায় সরকারি কাজে বাঁধা ও পুলিশের উপর হামলার অভিযোগে প্রায় ২৫০ জন অজ্ঞাতনামা আসামীর নামে থানায় মামলা দায়ের করেন বাউফল থানার এসআই মনিরুজ্জামান। মামলা দায়ের করার পর থেকে গ্রেফতার আতংকে পালিয়ে বেড়াচ্ছেন মোতালেব অনুসারিরা।

তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতালেব হাওলাদারের  উপর হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলায় দায়ের করা হয়নি। এদিকে উপজেলা আওয়ামীলীগের ত্রিমুখী দ্বন্দ্বে  এলাকার উন্নয়ন কাজ স্থবির হয়ে পড়েছে। দীর্ঘদিন থেকে বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসম ফিরোজ এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার ও পৌরসভার মেয়র জিয়াউল হক জুয়েলের মধ্যে দ্বন্দ্বের কারনে আওয়ামীলীগের সাংগঠনিক অবস্থা এখন অনেকটাই নড়বড়ে। তিন নেতার দ্বন্দ্ব আর কোন্দলের কারনে একাধিকবার সংঘাত সংঘর্ষের ঘটনা ঘটেছে বাউফলে। কে কার লোক এই হিসাব নিকাশ নিয়েই এখন সবাই ব্যস্ত সময় পাড় করছেন। দলের নেতাকর্মীরা কোন্দল নিয়ে ব্যস্ত থাকায় উপজেলার উন্নয়ন কাজ অনেকটাই স্থবির হয়ে পড়েছে। গ্রামীণ অধিকাংশ সড়ক এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

এলজিইডির স্থাণীয় অফিস সূত্র জানায়, প্রায় ১ হাজার কিলোমিটার কার্পেটিং সড়কে খানাখন্দ তৈরি হয়েছে। এসব সড়কে চলাচল করতে গিয়ে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়টি নিয়ে কারও কোনো মাথাব্যাথা নেই।

নাম প্রকাশ না করার শর্তে উপজেলা এলজিইডির এক কর্মকর্তা বলেন, বছর দুয়েক আগেও ভাঙা সড়ক মেরামত আর নতুন সড়ক নির্মাণের প্রস্তাবণা তৈরি করতে রাত দিন ব্যস্ত ছিলাম। আর এখন ঠিক তার উল্টো অবস্থা। পুরানো প্রকল্প ভিজিট করা ছাড়া হাতে কোনো কাজ নেই বললেই চলে। বিষয়টির জন্য দলীয় কোন্দলকেই দায়ী করেছেন তৃণমূল আওয়ামীলীগের একাধিক নেতা।

উপজেলা আওয়ামী লীগের এক শীর্ষস্থাণীয় নেতা বলেন, নেতাদের দ্বন্দ্ব আর কোন্দলের বলী হচ্ছে উন্নয়ন কাজ । উন্নয়ন বঞ্চিত হচ্ছে এই জনপদের প্রত্যন্ত এলাকা। গ্রামীণ সড়কগুলোর অবস্থা এখন খুবই নাজুক। অনেক প্রকল্পের কাজ পড়ে আছে মাঝপথে। যা এখন তদারকি করার কেউ নেই।

কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের নুরমোহাম্মদ নামের এক ব্যক্তি বলেন, এই ইউনিয়নের প্রায় সবসড়ক এখন চলাচলের অনুপযোগী। ধুলিয়া স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন সেতুটির নির্মাণকাজ পড়ে আছে কয়েকবছর ধরে। কনকদিয়া, দাসপাড়া ও কাছিপাড়া ইউনিয়নের অবস্থাও খুব নাজুক।

কাছিপাড়া আবদুর রশিদ মিয়া ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবু হাসান মীরন বলেন, এই অবস্থা থেকে এখন মুক্তি চায় বাউফলবাসী। দলীয় কোন্দল নিরসনের উদ্যোগ নেয়ার জন্য কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এদিকে শুক্রবারের ঘটনার খবরাখবর গণমাধ্যমে প্রকাশ হওয়ার প্রতিবাদে আওয়ামী লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে সংবাদ সম্মেলন করা হয়েছে। রোববার অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো. ফরিদ উদ্দিন।

তিনি বলেন, শুক্রবার ‘আসম ফিরোজ এমপির সামনে উপজেলা চেয়ারম্যানকে কুপিয়ে জখম’ শিরোনামে গণমাধমে যে খবর প্রকাশ হয়েছে তা ভিত্তিহীন।

তিনি বলেন, উপজেলা চেয়ারম্যানের সঙ্গে পুলিশের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তখন এমপি ছিলেন দলীয় কার্যালয় জনতা ভবনের সামনে। এই বানোয়াট খবর প্রকাশ হওয়ায় আসম ফিরোজের ভাবমূর্তী ক্ষুন্ন হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবী করা হয়। শুক্রবার কর্তব্য কাজে বাঁধা ও পুলিশের উপর হামলার ঘটনায় মামলা দায়ের করার পর থেকে মোতালেব হাওলাদার অনুসারীদের মধ্যে গ্রেফতার আতংকে দিন কাটছে।

পৌর যুবলীগের সাধারণ সম্পাদক অরবিন্দু দাস বলেন, আমাদের অনেক নেতাকর্মী বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচীতে বিশ্বাসী।

গ্রেফতার আতংক প্রশ্নে বাউফল থানার ওসি আল মামুন বলেন, মামলার প্রকৃত আসামীদের চিহ্নিত করার কাজ চলছে। অযথা কাউকে হয়রানী করা হবে না।