Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বাউফলে বঙ্গবন্ধুর জন্মদিনের আনন্দ মিছিলে দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

বাউফলে বঙ্গবন্ধুর জন্মদিনের আনন্দ মিছিলে দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশত

March 18, 2023 01:14:23 AM   দেশজুড়ে ডেস্ক
বাউফলে বঙ্গবন্ধুর জন্মদিনের আনন্দ মিছিলে দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশত

বাউফল প্রতিনিধি, পটুয়াখালী:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  জন্ম বার্ষিক ও শিশু দিবস উপলক্ষে বাউফল উপজেলা পরিষদের সামনের সড়কে সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান  আবদুল মোতালেব হাওলাদার ও ৯ পুলিশসহ  কমপক্ষে অর্ধশত নেতাকর্মী আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় আবদুল মোতালেব হাওলাদারকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আজ শুক্রবার (১৭ মার্চ) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে আওয়ামী লীগের সাধারণ  সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান  আবদুল মোতালেব হাওলাদার এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসম ফিরোজ এমপি'র সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।  এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। এরপর পরিস্থিতি স্বাভাবিক  হলে দুপুর ১২টার দিকে আসম ফিরোজ  এমপির নেতৃত্ব একটি আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাউফল পৌর যুবলীগের সাধারন সম্পাদক অরবিন্ধু দাস জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদারের নেতৃত্ব একটি আনন্দ  মিছিল আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনের দিকে অগ্রসর হওয়ার সময় পুলিশ উপজেলা পরিষদের গেইটের  সামনে বাধা দেয়। এসময় আওয়ামী লীগের সভাপতি আসম ফিরোজ এমপির ভাইর ছেলে যুবলীগ সভাপতি ফয়সাল আহম্মেদ মনির মোল্লার নেতৃত্বে কয়েকশ নেতাকর্মী  এসে তাদের উপর দেশী অস্ত্রসস্ত্র নিয়ে হামলা করে।এতে আবদুল মোতালেব হাওলাদারসহ তার অনুসারি গৌতম দাস, অমল চন্দ্র দাস, জাহিদ বক্স, রাজিব, জলিল, পলাশ, রাজা মিয়া, হাসান, বেল্লাল, রিপন, ইমরান গুরুত আহত হন।

এসময় পরিস্থিতি শান্ত করতে পুলিশ ২০ রাউন্ট রাবার বুলেট নিক্ষেপ করে। এসময় ইটপাটকেলের আঘাতে পুলিশের ওসি আল মামুন,  এসআই মনিরুজ্জামান, এসআই হুমায়ন কবির, এসআই  আবুল বশার, এস আই আবুল হাসান, এএসআই শাহিন,  কনেস্টবল রাহাত, কনেস্টবল ইতি, কনেস্টবল  রবিউল আহত হয়েছেন।এদের মধ্যে উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদের হাতে, পেটে ও পায়ে গুরুতর জখম হয়েছে। তাকেসহ তার কয়েক অনুসারিকে উদ্ধার করে প্রথমে বাউফল হাসপাতালে নিয়ে আসা হয়।তাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তাদেরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় শহরে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এরপর পরিস্থিতি স্বাভাবিক  হলে দুপুর ১২টার দিকে আসম ফিরোজ  এমপির নেতৃত্ব একটি আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

উল্লেখ বঙ্গবন্ধুর জন্ম দিন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি আসম ফিরোজ এমপি, সাধারণ  সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার এবং জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার  মেয়র জিয়াউল  হক জুয়েল এবং পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য হাসিব আলম তালুকদার, আলাদা আলাদা কর্মসূচির ঘোষণা করে। এর মধ্যে আসম ফিরোজ এমপি  ও আবদুল মোতালেব হাওলাদার একই স্থানে আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে  কর্মসূচী  ঘোষণা করে। এরপর থেকে উত্তেজনা বিরাজ করছিল।

বাউফলের ইউএনও বলেন, ‘দুই পক্ষকেই  সহ অবস্থানের অনুরোধ করা হয়েছিল। তারা আমাকে কথাও দিয়েছিলেন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করবেন। কিন্তু তারা কথা রাখেননি। আমি হাতজোড় করে  তাদেরকে অনুরোধ করেছি। তারা আমার কথা শুনে নি।’

বাউফল থানার ওসি আল মামুন বলেন- এ কর্মসূচীর নিরাপত্তা বিধানের জন্য শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়ন ছিল। ঘটনার সময় সংহিসতা মোকাবেলা করতে ২০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়া  হয়। এসময় আমিসহ ৯ পুলিশ আহত হয়েছেন।