
বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে মহান একুশে ফেব্রুয়ারি ভাষা শহীদের প্রতি যথাযথ মর্যাদায় গভীর শ্রদ্ধা নিবেদন সম্পন্ন হয়েছে। রাত ১২ টা ১ মিনিটে বাউফল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমিন নেতৃত্বে উপজেলা প্রশাসন।
এছাড়াও স্থানীয় সাংসদ সদস্যের পক্ষে ফুল দিয়ে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা আওয়ামী লীগের এর পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোতালেব হাওলাদার ফুল দিয়ে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রেসক্লাব বাউফল পক্ষ থেকে ফুল দিয়ে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, মুক্তিযোদ্ধারা শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, বাউফল থানার ওসি আল-মামুনের নেতৃত্বে ফুল দিয়ে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর পরে ধারাবাহিক ভাবে উপজেলা স্বাস্থ্যেকমপ্লেক্স, উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পেশাজীবি সংগঠন শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ২১ শে ফেব্রুয়ারি উপজেলা বিএনপির পক্ষ থেকেও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীরা স্ব-স্ব প্রতিষ্ঠানে ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।