Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বাউফলে সাংবাদিকের গাড়ি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাউফলে সাংবাদিকের গাড়ি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

February 15, 2023 02:34:56 AM   দেশজুড়ে ডেস্ক
বাউফলে সাংবাদিকের গাড়ি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন

বাউফল প্রতিনিধি, পটুয়াখালী:
প্রেসক্লাব বাউফল এর সহসভাপতি  সাংবাদিক এম জাফরান হারুনেট মোটরসাইকেল রাতের আঁধারে পুড়িয়ে দেওয়া প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।

মঙ্গলবার প্রেসক্লাব বাউফল এর উদ্যোগে  শহরের গোলাবাড়ি  রোডে প্রেসক্লাব এর সামনে বেলা ১১টায় এ মানববন্ধন ও বিক্ষোভ করা হয়।

মানববন্ধনে সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাব বাউফল এর সভাপতি ও দৈনিক যুগান্তর  স্টাফ রিপোর্টার মোঃআরিফুজ্জামান খান রিয়াদ, সাধারণ সম্পাদক মাহামুদ হাসান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম, সদস্য নাসির উদ্দিন খান সহ আরো অনেক।

বক্তারা বলেন, সাংবাদিকেরা কোনো দলের নয়। তাঁরা সব দলের খবর সংগ্রহ করে প্রকাশ করেন। এ সময় তাঁরা নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বাউফলের সভাপতি মোঃআরিফুজ্জামান খান রিয়াদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম, সহ সভাপতি ফিরোজ আলম, ইঞ্জিনিয়ার সোহেল, মোঃ সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক লিংকন মাহামুদ, দপ্তর সম্পাদক এসএম তারেক রহমান প্রিন্স, সহ দপ্তর সম্পাদক সঞ্জয় দেবনাথ, আমাদের অর্থনীতি পত্রিকার প্রতিনিধি নাসির উদ্দিন খান,মোঃজাবের হোসেন খান আবুল কালাম লিটন,মদনপুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদ মোল্লা সহ শুধীজন ও স্হানীয় জনসাধারণ উপস্হিত ছিলেন।

উল্লেখ্য রোববার (১২ই ফেব্রুয়ারী) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম-উওর পাশে মিরাজের বাসার সামনে গাড়িটি পুরিয়ে দেওয়া হয়।