Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বাউফলে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মসজিদের ইমামের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাউফলে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মসজিদের ইমামের

May 20, 2023 07:56:15 PM   উপজেলা প্রতিনিধি
বাউফলে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মসজিদের ইমামের

জাবের হোসেন:
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নে মজিবর মোল্লা (৫০) ও তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে হামলা ও নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শনিবার বিকাল ৫টায় প্রেসক্লাব বাউফল কার্যালয়ে লিখিত বক্তব্য দেন মো. হাফিজুর রহমান মোল্লা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, শনিবার সকাল ১১টায় বাউফল উপজেলাধীন চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৭৫নং কচুয়া মৌজায় আমরা ৪০ জন জমির মালিক আমাদের সমুদয় সম্পত্তি এক বছরের জন্য বিক্রি করে ক্রেতা মো. শাহাবুদ্দিন মেম্বারকে বুঝিয়ে দিতে যাই‌। জমির নিকটে গেলে ভূমিদস্যু মজিবর মোল্লার সন্ত্রাসী বাহিনীর সদস্য আলাল হাওলাদার, কালাম গোলদার, আনসার, হানিফ হাওলাদারগং আমাদের উপর অতর্কিত হামলা করে। হামলায় ছোট ডালিমা মসজিদের ইমাম হাফেজ মোঃ আব্দুল খালেক গুরুতর আহত হন, তাকে পানিতে ফেলে ডুবিয়ে মারার চেষ্টা করে, বর্তমানে তিনি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। মজিবর রহমানের সন্ত্রাসীরা হাফিজুর রহমান মোল্লাকে চোখ উঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে বলে জমির কাছে আসলে সবাইকে প্রাণে মেরে ফেলবো। আমরা কোনরকম দৌড়ে প্রাণ নিয়ে বেঁচে ফিরি। মজিবর মোল্লা ভূমিদস্যু ও সন্ত্রাসী প্রকৃতির লোক। কেউ কিছু বললে তার সন্ত্রাসী বাহিনী তাদের উপর হামলা চালায়।আমরা মজিবর মোল্লা ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে মুক্তি চাই এবং আমরা আমাদের জমি ফেরত চাই।

এ বিষয়ে মুঠোফোনে মজিবর মোল্লার কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিচুল হক বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।