Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বাউফলের সোনামুদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাউফলের সোনামুদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন

February 24, 2023 12:44:05 AM   দেশজুড়ে ডেস্ক
বাউফলের সোনামুদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন

বাউফল প্রতিনিধি, পটুয়াখালী:
বাউফল উপজেলার মনপুরা ইউনিয়নের সোনামুদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের গৌরব ও ঐতিহ্যের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু হয়। বেলা ১১টার দিকে সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক সরদার আজম এর সভাপতিত্বে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও দশম সংসদের চীফ-হুইপ আ.স.ম ফিরোজ এমপি। অনুষ্ঠানে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অনেকে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সোনামুদ্দিন মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও  বিশিষ্ট ব্যবসায়ী সবুর খান, জেলা পরিষদের সদস্য শাহজাহান সিরাজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু প্রমুখ।

এরআগে সকাল ১০টার দিকে বিদ্যালয়ের সাবেক বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের কর হয়। অতিথিবৃন্দ, বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী  উৎসবে প্রাক্তন শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক জমিদাতাসহ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অুনষ্ঠান। আনন্দ উৎসবে মেতে উঠেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।