Date: May 17, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বাউরা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাউরা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

January 14, 2025 08:58:57 PM   উপজেলা প্রতিনিধি
বাউরা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

পাটগ্রাম সংবাদদাতা, লালমনিরহাট:
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন কৃষক দলের আয়োজনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় বাউরা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাউরা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আক্তারুজ্জামান সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম প্রধান। এছাড়া উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, পাটগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শওকত হায়াত প্রধান বাবু, পাটগ্রাম উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক হাফিজার রহমান, বাউরা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, এবং বাউরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মোস্তাজীর লিমন।

সমাবেশে তারেক রহমানের ৩১ দফা বক্তব্য কৃষক দলের সামনে পাঠ করেন পাটগ্রাম উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম রবি।