
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে দীর্ঘ ১৮ বছর পর নিজ জেলা সৈয়দপুরে আগমন উপলক্ষে সংবর্ধনা দিয়েছে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (১৭ মে) বেলা দেড়টায় সৈয়দপুর উপজেলার সিএসডি মোড়ে পৌঁছালে ফুল দিয়ে তাকে সংবর্ধনা জানানো হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার। সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংবর্ধিত ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম জনি, একরামুল হক কাজী, জিয়াউল হক জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রমানিক, এমএ পারভেজ লিটন, মনোয়ার হোসেন চৌধুরী, সৈয়দপুর পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, সাধারণ সম্পাদক শেখ বাবলু এবং বিএনপি নেতা আলহাজ্ব শওকত চৌধুরী প্রমুখ।
পরে তিনি নীলফামারীর ডোমারের উদ্দেশ্যে গাড়িবহর নিয়ে যাত্রা করেন। সেখানে বিকাল ৩টায় একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উল্লেখ্য, গত ২২ এপ্রিল তিনি আমেরিকা থেকে দেশে ফেরেন এবং দেশে এসে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতে আত্মসমর্পণ করেন। গত ৮ মে হাইকোর্ট থেকে তিনি জামিনে মুক্তি পান।