
ভ্রাম্যমাণ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবির বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি দেশের কৃষি, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা।” এই কর্মসূচিকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং ধানের শীষ প্রতীকে ভোট চাওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার (১৭ মে) বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী স্কুল মাঠে এক প্রচারণা সভায় এসব কথা বলেন তিনি। সভার আয়োজন করে বানিয়াজুরী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনসমূহ।
এস এ জিন্নাহ কবির বলেন, “৩১ দফার মধ্যে কৃষি ক্ষেত্রের সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকদের অধিকার রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং কৃষিভিত্তিক অর্থনীতির পুনরুজ্জীবন বিএনপির অঙ্গীকার। যারা উন্নয়নের নামে কৃষিজমি ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”
তিনি আরও বলেন, “কৃষিই আমাদের ভবিষ্যৎ। যে জমি আমাদের খাদ্যের জোগান দেয়, সেই জমি রক্ষা করা আমাদের দায়িত্ব। বিএনপির কৃষিনীতি শুধু একটি প্রতিশ্রুতি নয়, এটি বাস্তবায়নের জন্য একটি সুপরিকল্পিত রূপরেখা।”
আসন্ন জাতীয় নির্বাচনকে ‘বড় যুদ্ধ’ আখ্যা দিয়ে জিন্নাহ কবির বলেন, “আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠী এখনও ষড়যন্ত্রে লিপ্ত। নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। আন্দোলনের ডাক এলে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। এই যুদ্ধে জয়ী হতে হলে ঐক্যই হবে প্রধান শক্তি।”
বানিয়াজুরী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক এবং স্থানীয় বিষয়ক সম্পাদক মো. রাজা মিয়া।