
গাজীপুর সংবাদদাতা:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বিএনপি নেতাকর্মীদের প্রতি জনগণের যে আস্থা ও বিশ্বাস রয়েছে, তা যে-কোনো মূল্যে ধরে রাখতে হবে। আস্থা নষ্ট হয়—এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হওয়া যাবে না।”
তিনি বলেন, “একজন রাজনৈতিক নেতাকর্মীর সবচেয়ে বড় সফলতা হলো জনগণের বিশ্বাস অর্জন করা। আমরা জনগণের সমর্থন নিয়ে স্বৈরাচার সরকারকে পালিয়ে যেতে বাধ্য করেছি। অনেকেই মনে করতে পারেন যে আগামীর নির্বাচন সহজ হবে, কিন্তু তা নয়। আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে। সুতরাং জনগণের সমর্থন, আস্থা, ও বিশ্বাস নিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য নিজেদের সক্ষমতা অর্জন করতে হবে।”
তারেক রহমান আরও বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা দাবি প্রান্তিক পর্যায়ে তুলে ধরতে হবে। বিএনপি নিশিরাতের নির্বাচন ও ভোট ডাকাতির নির্বাচনকে প্রত্যাখ্যান করে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে এবং জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র মেরামত করতে হবে।”
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গাজীপুর জেলা বিএনপির উদ্যোগে মহানগরীর চৌরাস্তা এলাকার সাগর সৈকত কনভেনশন সেন্টারে আয়োজিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বিষয়ক বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান। এ সময় তিনি ৩১ দফা সম্পর্কে নেতাকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান এর সঞ্চালনায় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, বিএনপির নির্বাহী সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী, সহ-শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান।
গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। এছাড়া ঢাকা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” বাঙালি জাতির সামনে উপস্থাপন করেন।