
সদর প্রতিনিধি, বরিশাল:
বরিশাল মেট্রো পলিটন বিএমপি সদরদপ্তরে তদন্তাধীন (মুলতবী) মামলা মনিটরিং কমিটির এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কাল ১০টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মোঃ শওকত আলী। এসময় তিনি মুলতবী মামলা সমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচনা করে মামলা মনিটরিং কমিটির সকল সদস্য ও তদন্ত কর্মকর্তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম, অপারেশনস এন্ড প্রসিকিউশন) খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিএম আশরাফউল্লাহ্ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস মােঃ আব্দুল ওয়ারেস, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মােঃ ফারুক হােসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) সমীর সরকারসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।