
রায়হানুল ইসলাম, বগুড়া:
বগুড়ায় দৈনিক দেশেরপত্র পত্রিকার রাজশাহী ও রংপুর বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে মোবাইল জার্নালিজম (মোজো) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১২ জুলাই শুক্রবার সকাল ১১ টায় বগুড়া শহরের খান্দারস্হ বাংলাদেশ সাংবাদিক জোট (বাসাজ) জেলা শাখার কার্যালয়ে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেটিভি রাজশাহী বিভাগীয় প্রতিনিধি আশেক মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সাংবাদিক জোট (বাসাজ) এর সাধারণ সম্পাদক ও দৈনিক বজ্রশক্তি'র সম্পাদক এস,এম সামছুল হুদা।
মাল্টিমিডিয়ার উপর দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, দৈনিক দেশেরপত্র পত্রিকার রংপুর বিভাগীয় প্রতিনিধি আমিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সালজার রহমান সাবু। প্রশিক্ষণ কর্মশালায় রাজশাহী ও রংপুর বিভাগের ৩০জন সাংবাদিক অংশগ্রহণ করেন।