Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ায় বাংলাদেশ সাংবাদিক জোটের আলোচনা সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়ায় বাংলাদেশ সাংবাদিক জোটের আলোচনা সভা

November 09, 2024 07:38:32 PM   জেলা প্রতিনিধি
বগুড়ায় বাংলাদেশ সাংবাদিক জোটের আলোচনা সভা

বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় বাংলাদেশ সাংবাদিক জোটের আলোচনা সভায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ সাংবাদিক জোট (বাসাজ) বগুড়া জেলা শাখার উদ্যোগে শনিবার দুপুরে সংগঠনের খান্দারস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সহ-সভাপতি আব্দুস সাত্তার সাংবাদিকদের ঐক্য ও সুরক্ষার জন্য একতাবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক জোট বগুড়া জেলা কমিটির সভাপতি রায়হানুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নীতিগত সিদ্ধান্তে অটল থাকার আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক ইমরানুল হক, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহেদ, আরিফুর রহমান, গোলাম মোস্তফা, আব্দুর রহিম, পরিমল চন্দ্র, সোহেল রানা, সাইফুল ইসলাম, ফারুক শেখ রুবেল, সেলিম রেজা, পলাশ মন্ডল, মাসুদ রানা, সুমন কুমার সাহা, মোরশেদুল ইসলাম রবি, জাফর সাদিক, রহিদুর রহমান মিলন, মিলন হোসেন প্রমুখ।